এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জামালপুর জেলা প্রশাসন। ১৯ এপ্রিল রবিবার পৌরসভার সার্বিক সহযোগীতায় ৯নং ওয়ার্ডের তিনটি গ্রামে অসহায় ২০০ জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

জামালপুর জেলা প্রশাসনের পক্ষে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম। এসময় হতদরিদ্র ২০০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, প্যানেল মেয়র-১ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজলুল হক আকন্দ, ১৫নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আশিক মাহমুদ আনন্দ, আওয়ামী লীগ নেতা পাপপু খান, মীর মোশারফ হোসেন ছনি, যুবলীগ নেতা বিপ্লব শেখসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *