এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা ও ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের আহ্বানে জামালপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে জেসিসিআই। শনিবার সকালে জামালপুর শহরের তমালতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) এর সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির পরিচালক মো. রকিবুল করিম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি, পরিচালক এড. আনিসুর রহমান মানিক, আলহাজ শাহ্ নেওয়াজ ইসলাম জাহাঙ্গীর, মো. মুর্শেদুল আলম রাজু, বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা, তথ্য বিষয়ক সম্পাদক রবিউল হাসান লায়ন, জাবেদ গ্রুপের সুপার ভাইজার মো. মোসলিম উদ্দিন, মোবাইল এসোসিয়েশন জামালপুর পৌর শাখার প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
মানববন্ধনে অংশ নেন জেসিসিআইয়ের অন্যান্য নেতৃবৃন্দসহ জামালপুর জেলার বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।