এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর পৌরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে বিসিক শিল্পনগরী এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
জানা গেছে, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক খান মিলনের সার্বিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
ঈদ সামগ্রী বিতরণকালে জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, পৌর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হোসেন জনি ও ওয়ার্ড বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।