জামালপুর প্রতিনিধি ॥
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গদলগুলো। এরই অংশ হিসেবে শনিবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে সামাজিক নিরাপদ দূরত্ব মেনে অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, শনিবার জামালপুর পৌরসভার হাইস্কুল মোড়, গোলাপবাগ, সরকারি আশেক মাহমুদ কলেজ ও শহীদ জিয়াউর রহমান কলেজ প্রাঙ্গণে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব, সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার, আমজাদ হোসেন সুজন, সাখাওয়াত হোসেন টুটুল, নাজমুল ইবনে হোসেন বিপ্লব, মো. নজরুল ইসলাম, সুমন মিয়া, লেবু খান, হাসিনুর রহমান রাজিব, শান্তসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন