জামালপুর প্রতিনিধি ॥
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে রবিবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জানা গেছে, রবিবার দিনব্যাপী জামালপুর পৌরসভার জরিনা মিয়ার উদ্দিন স্কুলে, বসাকপাড়া, চালাপাড়া, রাণীগঞ্জ বাজার ও বোশপাড়ায় ১৫০ জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে বিএনপি নেতা মাইনুদ্দিন বাবুল, যুবদল নেতা তরিকুল হায়দার তুষার, শফিউল্লাহ আকন্দ রাজু, মতিউর রহমান স্বপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।