জামালপুর প্রতিনিধি ॥
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে সোমবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, সোমবার দিনব্যাপী জামালপুর পৌরসভার মুকন্দবাড়ি, শাহাপুর, জঙ্গলপাড়া ও ছনকান্দায় ৩০০ জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে বিএনপি নেতা মো. আব্দুল খালেক, যুবদল নেতা হাসান সরোয়ার মঞ্জু, শাহজাহান, কৃষক দল নেতা আরিফুল ইসলাম সুজন, ছাত্রদল নেতা মঞ্জুরুল করিম সুমন, তাতীদল নেতা ফরাস উদ্দিন লিটন ও গোলাম মোস্তফাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন