জামালপুর প্রতিনিধি ॥
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে বুধবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, বুধবার দিনব্যাপী জামালপুরে কর্মরত পত্রিকার হকারদের মাঝে প্রায় ৫০ প্যাকেটসহ পৌরসভার ১২নং ওয়ার্ডের আলীনগর, তেতুলিয়া ও বামুনপাড়ায় করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা প্রায় ৭’শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন