জামালপুর প্রতিনিধি ॥
জামালপুর সদরের চরপাড়া, গজারিয়া, নান্দিনা, রনরামপুর, বাদেচান্দি, লক্ষীরচর, তুলশীরচরসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে ব্যাংকার মোহাম্মদ আলতাফ হোসেন। সম্প্রতি তার নিজ অর্থায়নে জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, লবন, পেয়াজ, তেল ও সাবান।
ত্রাণ বিতরণকালে মোহাম্মদ আলতাব হোসেন এ প্রতিনিধিকে বলেন- মহান আল্লাহতায়ালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু নিয়েই সাধারণ অসহায় দরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি সকল বিত্তবানদের করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পরা নিম্নআয়ের মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান। ত্রাণ বিতরণকালে আলতাফ হোসেনের স্বজনরা অংশ নেন।
জানাগেছে, সোস্যাল ইসলামী বাংক, প্রধান কার্যালয়, ঢাকা’র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইম্পেশন গ্রুপের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাব হোসেন (এম.বি.এ) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনার বাসিন্দা। তিনি করোনা ভাইরাসের কারণে নিম্নআয়ের মানুষের পাশে দাড়াতে ইতিমধ্যেই জামালপুর সদরের চরপাড়া, গজারিয়া, নান্দিনা, রনরামপুর, বাদেচান্দি, লক্ষীরচর, তুলশীরচরে ত্রাণ ত্রাণ বিতরণ করছেন।