এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন মেসার্স কনক বস্ত্রালয়ের স্বত্তাধিকারী এস.এম মোরশেদ আলম কনক। ১৭ এপ্রিল শুক্রবার বাদ জুম্মাহ্ পৌরসভার ৯নং ওয়ার্ডের লাঙ্গলজোড়ায় শতাধিক অসহায় পরিবারোর মাঝে এ ত্রাণ সহায়তা দেয়া হয়।
জানা গেছে, মেসার্স কনক বস্ত্রালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এস.এম তৈয়বুর রহমানের স্মরণে তার ছেলে এস.এম মোরশেদ আলম কনকের ব্যক্তিগত উদ্যোগে ১’শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে বিতরণ করা হয় ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১টি করে সাবান। খাদ্য সহায়তা প্রদানকালে এস.এম মোরশেদ আলম কনকের মা আলহাজ খোরশেদা রহমান ও দৈনিক মানবকন্ঠের বিজ্ঞাপন প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন খানসহ তার পরিবারের স্বজনরা অংশ নেন।