জামালপুর প্রতিনিধি ॥
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পরায় তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জামালপুর জেলা মৎস্যজীবী দল। বৃহস্পতিবার জামালপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের উত্তর দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৪’শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জামালপুর জেলা মৎস্যজীবী দলের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
ত্রাণ বিতরণকালে জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম, উত্তর দেউরপাড় চন্দ্রা বিএনপি গ্রাম কমিটির সভাপতি আব্বাস আলী, মৎস্যজীবী দল নেতা রুবেল আহাম্মেদ, জয়নাল আবেদিন, বহুলুল মজনু ও আব্দুল্লাহ আল ছোটনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।