জামালপুর প্রতিনিধি ॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুর জেলা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের সরদাপাড়াস্থ আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ইফতার মাহফিলে জামালপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, সহ-সভাপতি আরিফ আহমেদ শুভ, সাইফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, আনোয়ারুজ্জামান লিটন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল ও রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার, শহর বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মাইন উদ্দিন বাবুল, সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *