জামালপুর প্রতিনিধি ॥
ঢাকা ও সিরাগঞ্জের উপ-নির্বাচনে ভোট কারচুপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে জামালপুরে যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে শহরের বোসপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।
জামালপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মঞ্জুরুল কবির মঞ্জু, সাইফুল ইসলাম, শুভ আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন প্রমুখ।
বক্তারা ঢাকা ও সিরাজগঞ্জ উপ-নির্বাচনের ভোট বাতিল চেয়ে নেতাকমীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।