জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে শাওন হত্যা মামলার প্রধান আসামী শহীদ মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের জোকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সদর উপজেলার নান্দিনা পুরাতন পাড়া এলাকার মৃত বশা মিয়ার ছেলে।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, পারিবারিক কলহের জের ধরে চলতি মাসের ৪ তারিখ বিকালে প্রকাশ্যে দিবালোকে ঘাতক শহীদ মিয়া নান্দিনা বাজারে কাপড় দোকানের কর্মচারী শাওন হোসেন ফরিদ (১৮)কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত শাওন হোসেন ফরিদ সদর উপজেলার নান্দিনা নয়াপাড় গ্রামের মো.গোলাম মোস্তফার ছেলে।
এ ঘটনায় পরদিন নিহতের বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই শহীদ মিয়া পলাতক ছিলেন।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার ভোরে ঘোড়াধাপ ইউনিয়নের জোকা এলাকা থেকে শহীদ মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী শহীদ মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।