জামালপুর প্রতিনিধি ॥
কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত লে. কর্নেল মাহবুব বুলবুল তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নে করোনার প্রভাবে কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সহায়তা নিয়ে। বৃহস্পতিবার তার পাঠানো সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করেন তার বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আব্দুল হক।

লে. কর্নেল মাহবুব বুলবুলের বাবা মো.আব্দুল হক বৃহস্পতিবার সকালে সদরের শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মোড়ে একজন কর্মহীন ব্যক্তির হাতে খাদ্য সহায়তার ব্যাগ তুলে দিয়ে এ কার্যক্রমের শুভসূচনা করেন। পরে তাদের নিকটাত্মীয় স্থানীয় কয়েকজন যুবক একটি ইজিবাইকে করে খাদ্য সামগ্রী নিয়ে শতাধিক কর্মহীন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন। প্রত্যেককে পাঁচ কেজি করে চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা লিটার তেল, আধা কেজি লবণ ও একটি করে হাতধোয়ার সাবান দেওয়া হয়।

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করেন শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু, জেলা যুবলীগের সদস্য ফারুক হোসেন রিপন, মনজুরুল হক রিপন, আক্তারুজ্জামান হানু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন