এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
করোনা ভাইরাসের কারণে খেটে-খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা তুলে দেয়া হয় জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের হাতে।

সাংসদের প্রতিনিধি হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও সাংসদ মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত সহকারি সাইফুল ইসলাম রাহাত। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, সাবান ও মাস্ক। পরে হতদরিদ্র কয়েক জনের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়ে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ন চন্দ্র পাল রানা, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরিদ, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জামালপুর শহরের খেজুরতলা এলাকায় সাংসদের নির্দেশেই তার বাসভবনের আশ-পাশের এলাকায় সাইফুল ইসলাম রাহাত নিম্নআয়ের মানুষদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা তুলে দেন।

জামালপুর সদর আসনের সাংসদের ব্যক্তিগত সহকারি সাইফুল ইসলাম রাহাত জানান- আমাদের প্রাণের নেতা, জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন মহোদয় জরুরী কাজে ঢাকায় অবস্থান করছেন। করোনা ভাইরাসের কারণে জামালপুর পৌর এলাকার অসহায় হয়ে পরা নিম্নআয়ের মানুষের কথা ভেবে আমাদের তিনি নির্দেশ দিয়েছেন ত্রাণের ১’হাজার প্যাকেট তৈরী করে পৌর আওয়ামী লীগের সভাপতির হাতে তুলে দিতে। সাংসদ মহোদয়ের নির্দেশেই আমি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও জিয়া কলেজের প্রভাষক মাহফুজুর রহমান আজ (মঙ্গলবার) পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের হাতে ১’হাজার প্যাকেট ত্রাণ তুলে দেই। এছাড়াও সাংসদ মহোদয়ের নির্দেশেই আজ তার বাসভবনের আশ-পাশেও ত্রাণ বিতরণ করেছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও জামালপুর সদরের নৌকার মাঝি সাংসদ মোজাফ্ফর হোসেন সিআইপির জন্য দোয়া করবেন তারা যেন সবসময়ই আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে পারেন।

20200407_141608.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন