এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
করোনা ভাইরাসের কারণে খেটে-খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সাংসদের পক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী জামালপুর শহরের খেজুরতলায় তারই বাসভবন থেকে ৩’হাজার পরিবারের মাঝে বিতরণের জন্য জামালপুর সদরের ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে ২’শ প্যাকেট করে খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। এছাড়াও সাংসদের বাসা থেকেই অসহায় ২’শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপির প্রতিনিধি হিসেবে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রভাষক সাংবাদিক মাহফুজুর রহমান। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫কেজি, আলু ১কেজি ও পেয়াজ ১/২ কেজি। ত্রাণ বিতরণকালে মাসুদ রানা, ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক ও শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোরাদ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।