এস.এম হোসাইন আছাদ, আছাদ ॥
জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় জামালপুর প্রেসক্লাবের মিলনায়তনে এ সাধারণ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নিউজ বাংলার সাংবাদিক শওকত জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।
জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাম্প্রতিক দেশকালের সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও বিডি নিউজের সাংবাদিক লুৎফর রহমান, সহ-সভাপতি ও দ্যা রির্পোটের সাইদুর রহমান, বাংলা নিউজের গোলাম রব্বানী নাদিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পুর্ব পশ্চিমের মেহেদী হাসান, বার্তা টুয়েন্টির সাহিদুর রহমান ও অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন পল্লীকন্ঠ প্রতিদিনের এএইচএম মজনু মোল্লা, একাত্তর টিভির আনসারী সুমন ও প্রতিদিনের সংবাদের মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।
সভায় সকালের আলোর এস.এম হোসাইন আছাদকে দফতর সম্পাদক ও প্রতিদিনের খবরের আল আমীনকে প্রচার সম্পাদকসহ ৫ জন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিককে সদস্য প্রদান করা হয়। সভা শেষে ইফতার মাহফিলের পুর্বে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *