এস,এম হোসাইন আছাদ জামালপুর প্রতিনিধি ॥
নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জামালপুরে আসন্ন জেলা যুবদলের কমিটিতে সদস্য সচিব প্রার্থী মো. সোহেল রানা খানের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে শনিবার দুপুরে এ আনন্দ মিছিলের আয়োজন করে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী মো. সোহেল রানা খান। মিছিলটি শহরের কাচারিপাড়া মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে আজাদ ডাক্তারের মোড়ে গিয়ে শেষ হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়- সুলতান সালাহ উদ্দিন টুকুকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার ও কামরুজ্জামান দুলালকে দপ্তর সম্পাদক করে যুবদল কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, গত ২৭ মে শুক্রবার কমিটি ঘোষনার পর তাৎক্ষণিক এক আনন্দ মিছিল বের করেছিলেন আসন্ন জামালপুর জেলা যুবদলের কমিটিতে সদস্য সচিব প্রার্থী মো. সোহেল রানা খানের নেতৃত্বে দুই শতাধিক ছাত্র ও যুবনেতারা। গতকাল শনিবার পুনরায় সহস্রাধিক নেতৃবৃন্দকে নিয়ে আনন্দ মিছিল করেন তিনি।