এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে সরকারী ভর্তুকির ৪টি কম্বাইন হারভেষ্টার মেশিন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। ৫ মে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ৪জন কৃষকরে মাঝে এ কম্বাইন হারভেষ্টার মেশিনের চাবি তুলে দেন জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. প্রকৌশলী মোজাফ্ফর হোসেন সিআইপি।

মেশিন বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন ও কৃষি কর্মকর্তা শাখাওয়াত ইকরামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাংসদ মোজাফ্ফর হোসেন বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বর্ষার পানি আসার আগেই কৃষকদের ধান ঘরে তুলতেই হারভেষ্টার মেশিন প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *