ফিরোজ আল মুজাহিদ বাবু বকশিগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামরা পার্সন ও সময় টিভির ক্যামেরা পার্সনের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রোববার দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাবে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক আফজাল শরীফ, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক ফিরোজ আল মুজাহিদ, নুরুল হক নূর , ফয়জুর রহমান, সরকার আকতার হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় অবিলম্বে এই হামলায় জড়িতদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানানো হয়। তারা সকল সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় জামালপুর পৌর সভার ৮ নং ওয়ার্ডে ত্রাণের তালিকা তৈরি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।