জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের উদ্যোগে জুড়ীতে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (২১ মার্চ) সকাল ১১টায় জুড়ী থানার পক্ষ থেকে ৫ শতাধিক পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।।জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ জুড়ী উপজেলার বিভিন্ন পয়েন্টে এসব মাস্ক বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, জুড়ী থানার তদন্ত ওসি আবুল কালাম,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস,উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম (তারা মিয়া), উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে সারাদেশে পুলিশের পক্ষ থেকে মাস্ক দিয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।