লালমনিরহাট প্রতিনিধি॥
রোববার বিকেলে জেলা প্রেসক্লাব লালমনিরহাটের এক জরুরী সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ হাসেম আলী। বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ বদিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক এস বাবু রায়,হামিদুর রহমান, বাবলু মিয়া ও জিয়াউর রহমান মানিক প্রমুখ।বক্তাগন বলেন, যে মুহুর্তে প্রকৃত ও বঞ্জিত মুক্তিযোদ্ধাগন তাদের যৌক্তিক দাবী নিয়ে জাতীরজনক বঙ্গবন্ধুর আতœস্বীকৃতি খুুনি কর্নেল ফারুকের দোষর রনাঙ্গন থেকে পলাতক সৈনিক কথিত মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন,মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও তার গ্রেফতারের দাবীতে ফুসে উঠেছেন। ঠিক সেই মুহুর্তে উক্ত মেজবাহর তার অপকর্ম শাক দিয়ে মাছ ঢাকার জন্য জেলা প্রেসক্লাবের সভাপতি ও অকুতোভয় সাংবাদিক ওয়ালিউর রহমান রাজুর বিরুদ্ধে সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের পুর্বক হয়রানী করছে।বক্তাগন তার দায়েরকৃত মিথ্যা মামলার নিন্দা ও ঘৃণা জানানোর পাশাপাশি অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য আহবান জানান।উল্লেখ্য, দুর্নীতিবাজ কথিত মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে প্রকৃত ও বঞ্জিত মুক্তিযোদ্ধাদের আন্দোলন ও তার গ্রেফতারের বিষয়টি সাংবাদিক ওয়ালিউর রহমান রাজু তার বিভিন্ন মিডিয়ায় ও ফেসবুকে প্রকাশ করেন।এতে সে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের বিরুদ্ধে সদর থানায় ৫৭ ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।অনতিবিলম্বে তিনি তার দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহার করে না নেযা হলে সকল সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *