তৌহিদ উজ্জামান
এমনো মধুর ফাল্গুন বসন্তে!
তবুও দর্শন হলনা দেবীর অহংকারী মুখ
সহস্র বছরের আবেদন হত্যায় চরম পেল সুখ।

অলক্ষ্যে জন্মেছে বিষবৃক্ষ..!
মায়ায় বেড়েছে অসম অধিকার!
একটি ভুলের প্রাশ্চিত্য করনা সারাজীবন
কেন অযথা জুড়ে বসে আছে দেবতার আসন?

জঞ্জালের স্তুপে…
প্রসাধনীর স্থান হয়না পূরণ!
আভিজাত্যের বেড়াজাল মাড়িয়ে কখনো মেখনা
পূজারীর অতি সাধারণ মায়ার আবরণ।

মাটির দেহ মিশবে মাটিতে…
অটল অহংবোধ লুটাবে ধুলায়
জমবে দেহে ব্যাকটেরিয়া লক্ষ কোটি ভাইরাস
অপৃপ্ত রয়ে গেল আগুন্তকের মনের সাধ।

দেশ থেকে দেশান্তরে…
আজন্ম ছুটে চলছে যাযাবর!
কাটিয়ে মায়া! ছেড়ে দিয়ে সব অধিকার
দিনপঞ্জিতে ঠাঁই করে নেয় নতুন উপাখ্যান।
০৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *