ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ মাস আগে নিখোঁজ এক যুবককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ; যাকে অপহরণ করা হয়েছিল বলে তার বাবার অভিযোগ।

মঙ্গলবার দুপুরে উপজেলার মোহাম্মাদপুর ইউপি,শাহাজাদপুর এলাকার একটি ইটভাটা থেকে আফরোজ হোসেন (২০) নামের ওই ‍যুবককে উদ্ধার করা হয় বলে জয়পুরহাট গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন জানান।

আফরোজ উপজেলার কুসুম্বা ইউনিয়নের নামা বাঁশখুর গ্রামে একই গ্রামের নেজাম উদ্দিনের ছেলে।

পরিদর্শক শাহেদ বলেন, নেজাম উদ্দীনের পরিবারের সঙ্গে একই গ্রামের আবু তাহেরের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বছর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাহেরের ভাই, ভাতিজা ও ছেলে র আহত হন।

এর জেরে চলতি বছরের ৫ মার্চ রাতে তাহেরের ভাতিজা হাফিজুলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সব ঘটনায় আফরোজসহ নেজাম উদ্দিনের ৫ ছেলের বিরুদ্ধে তাহের পাঁচবিবি থানায় দুটি মামলা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “এরপর গত ২৬ জুন নেজাম তার ছোট ছেলে আফরোজকে অপরহরণের অভিযোগ এনে তাহেরসহ তার পরিবারের সাতজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।তিনি মামলার এজাহারে গত ১৭ এপ্রিল থেকে ছেলে আফরোজ নিখোঁজ রয়েছে বলে উল্লেখ করেন।

“মামলার পর তাহের ও তার স্বজনরা পুলিশের কাছে বার বার অভিযোগ করে আসছিলেন যে, নেজাম নিজেই তার ছেলেকে লুকিয়ে রেখে মিথ্যা মামলা করেছেন।”

এর প্রেক্ষিতে তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে আফরোজকে উদ্ধার করে।পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানান শাহেদ।

তিনি বলের, আফরোজকে অপহরণ করা হয়েছিল নাকি তার বাবা তাকে লুকিয়ে রেখেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে আফরোজকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *