ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব। রোববার রাতে আক্কেলপুর উপজেলার বটতলী এলাকার একটি মেহগনি বাগান থেকে উদ্ধার করেন। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা।
সোমবার সকালে র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
র্যাব জানায়, একটি সংবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বটতলী এলাকায় ছিনতাইয়ের কাজে জড়িত ছিল। তারা রাস্তায় চলাচলকারী পথচারীদের অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করত। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় র্যাবের উপস্থিটি টের পেয়ে পালিয়ে যায়। এসময় সেখান দেশিয় ৩টি ওয়ানশুটার গান পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে সেগুলো জিডিমূলে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়।