ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
চতুর্থ ধাপে জয়পুরহাট জেলার সদর উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক।
বুধবার (১৭ নভেম্বর) সকালে সদর উপজেলা নির্বাচনের রির্টানিং অফিসার খোরশেদ আলম এর নিকট সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি তার মনোনয়ন পত্রটি দাখিল করেন।
সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক বলেন, নির্বাচনটি যদি অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা র্নিবিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হবেন। নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।