ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
১১ নভেম্বর জয়পুরহাট জেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দলিও কার্যালয়ে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজান আলী।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, ইশতিয়াখ আহমেদ বিদুৎ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদসহ সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময়ে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ ও সাধারণ সম্পাদক রমজান আলী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।