ফারহানা আক্তার, জয়পুরহাটঃ

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে “ওপেন হাউজ ডে-২০২১” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় জয়পুরহাট থানা চত্বরে অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ, এ কে এম আলমগীর জাহান এর সভাপতিতে¦ প্রধান অতিথির বক্তব্য রাখেন , পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা।

“ওপেন হাউজ ডে সভায় জেলার সার্বিক পরিস্থিতির উপর বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গোলাম হাক্কানী, সাধারন সম্পাদক বাবু নন্দলাল পার্শী, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, আহম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কমিটি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সহ-সভাপতি সেলিম রেজা, যুগ্ম সম্পাদক গোলাপ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।

উক্ত অনুষ্ঠানে আসছে সারদীয় দূর্গাপূজা ও ইউপি নির্বাচনে আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন