ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে জয়পুরহাটের ক্ষেতলালে দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার ১১ নভেম্বর। দুই ইউপিতেই নৌকার প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ১১ হাজার ৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী হোন্ডা প্রতীকে গাজিউল হক সাবলু ২ হাজার ৬২২ ভোট পেয়েছেন।
অপর ইউনিয়ন মামুদপুরে আওয়ামী লীগ মনোনিত প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান শামীম ৮ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ বকুল আনারস প্রতীকে ৪ হাজার ৮৯০ ভোট পেয়েছেন।