জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে জেলা জাতীয় ছাত্র সমাজের দ্বিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় ছাত্র সমাজ আয়োজিত সন্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি গোলাম কিবরিয়া জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক জুলফিকার হোসেন, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ আলী।
এছাড়াও সন্মেলনে স্থানীয় ছাত্র নেতারা বক্তব্য দেন।
সন্মেলনে জেলা ছাত্র সমাজের সভাপতি হিসেবে গোলাম কিবরিয়া জনি, সাধারণ সম্পাদক হিসেবে শামীম ইশতিয়াক জেম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাতুল হাসান জয় এর নাম ঘোষনা করা হয়।