ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট – সান্তাহার রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস দ্রুতজান ট্রেনের ধাক্কায় অটোরিক্সা চালক আতাউর রহমান (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অল্পের জন্য ট্রেনটিও বড় ধরনের দুর্ঘনটার কবল থেকে রক্ষা পেয়েছে। নিহত অটো চালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের রোয়ার খাঁপাড়া গ্রামের বসিন্দা৷
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে যাত্রী নিয়ে আক্কেলপুর( কেছের মোড়) বাইপাসে,রেলক্রসিং পার হবার সময় কুড়িগ্রাম থেকে খুলনাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস দ্রুতজান
ট্রেনটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই যাত্রীরা নামে গেলে চালক নামতে না পাড়ায় মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *