জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার সদর থানায় ডাকাতি মামলা রুজু হওয়ার সাত ঘন্টার মধ্যে সদর থানা ও জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে ডাকাতি হওয়া ২ টি মোটর সাইকেল, নগদ টাকা, মোবাইল সেট ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে
জয়পুরহাট সদর থানার আমদই ইউনিয়নের তেঘরা দন্ডপানি এলাকা থেকে ২টি মোটর সাইকেল, ১টি স্বর্ণের আংটি, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ২ হাজার ৫০০ টাকা ডাকাত দলের সদস্যরা লুণ্ঠন করলে এ বিষয়ে জয়পুরহাট সদর থানার মামলা নং- ৭২, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (চলতি দায়িত্বে সদর সার্কেল) ইশতিয়াক আলম এর নেতৃত্বে জয়পুরহাট সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন কৌশল অবলম্বন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর সাত ঘন্টার মধ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে ২টি মোটর সাইকেল, ৫৩ হাজার ২৮০ টাকা, ১টি NOKIA মোবাইল সেট, ১টি ছোরা, ১টি লোহার কাটাল, ১টি চাপাতি, ১টি সামুরাই, ১টি রাম দা, ১টি ছোট ছুরি উদ্ধারসহ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বড় সাতাইল বাতাইল এলাকার আঃ জলিলের ছেলে আইনুল ইসলাম (৩৯), স্থায়ী সাং- পলুপাড়া, বর্তমান সাং- হীরকপাড়ার আকিলের ছেলে সাহারুল (৩৫) ও পলুপাড়া এলাকার ময়েন উদ্দিনের ছেলে রফিক (২৪), কে গ্রেফতার করা হয়েছে।
ডাকাতি সংঘটনের ৭ ঘন্টার মধ্যে মালামাল ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন জয়পুরহাটের সুশীল সমাজ।