ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় ফরিদ হোসেন (৪৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)’র ওসি শাহেদ আল মামুন।
এর আগে বুধবার বিকেলে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের নিজ বসতবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদ হোসেন জেলার উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মাদক কারবারি ফরিদ হোসেনের বসতবাড়ী হতে তিনশ পিস ইয়াবা ট্যাবলেট ও দশ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফরিদ হোসেনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার নামে আরো পাঁচটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা আছে।জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)’র ওসি শাহেদ আল মামুন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।