ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা হইতে ২টি গাঁজার গাছ(যাহার ওজন গাছের ডালপালা লতাপাতা ও গোড়াসহ ২২ কেজি) সহ একজনকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ আনিছুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানার ধরঞ্জী ইউনিয়নের কয়া বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাঁচবিবি থানার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের এক ব্যক্তি তার বাড়ির পার্শ্বে আবাদী জমিতে অনেক দিন যাবৎ গাঁজার গাছের চাষবাদ করিতেছে এবং বর্তমানে সেই ব্যক্তি গাঁজার গাছের পরিচর্যা করছে। এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে ডিবি পুলিশের চৌকশ টিম পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে আটক করে। সেই সাথে উক্ত জমি থেকে ২টি গাঁজার গাছ(যাহার ওজন গাছের ডালপালা লতাপাতা ও গোড়াসহ ২২ কেজি) উদ্ধার পূর্বক মোঃ আমজাদ হোসেন(৪১), পিতা- মৃত মুমীর উদ্দিন, গ্রাম-হাটখোল, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করা হয়।