ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ হাতে পাঁচবিবি থানা এলাকা হইতে তিন কেজি শুকনা গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৫ টা সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটাপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের চেঁচড়া ব্রীজের দক্ষিণ পাশে বাঁশ ঝাড়ের ভিতরে একজন ব্যক্তি গাঁজা নিজ হেফাজতে রেখে বিক্রয়ের জন্য অবস্থান করেছে। এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে ডিবি পুলিশের চৌকশ টিম পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। তাৎক্ষনিক ডিবি পুলিশ উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তিন কেজি শুকনা গাঁজা উদ্ধার পূর্বক আসমান আলী(৫৫), পিতা- মৃত তফিল উদ্দিন, গ্রাম- চেঁচড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট জেলা গোয়েন্দা সংস্থার ওসি শাহেদ আল মামুন।