ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ডিসি অফিস চত্তরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারি, সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণীর পেশার মানুষ।
অনুষ্ঠানে জেলার বরেণ্য শিল্পীদের গান, লাঠি খেলা, কাবাডি খেলা সহ দিন ব্যাপি নানা কর্মসূচি পালিত হয়েছে।