ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রথমবারের মত মেয়র কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়ছে। পাঁচবিবি ফুটবল একাডেমীর আয়োজনে শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে এক উদ্বোধনী সভা পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র নুর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবাইদুর রহমান, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম টুটুল চৌধূরী, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মনোরঞ্জন দাস রতন সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় কুড়িগ্রাম প্রমিলা ফুটবল একাদশ ও পলাশবাড়ী প্রমিলা ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন। খেলাটি দেখতে আশপাশের জেলা থেকেও প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *