ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পঁাচবিবিতে জমি থেকে মরিচ সংগ্রহ করতে গিয়ে ভিমরুলের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক পঁাচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর জোড়পুকুরিয়া গ্রামের মৃত বয়তুল্লা মোল্লার পুত্র মোঃ সবদুল্লাহ মোল্লা (৫০)। পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ওই কৃষক মাঠে নিজের জমিতে লাগানো মরিচ তুলতে গিয়ে এক ঝঁাক ভিমরুল তাকে কামড় দেয়। ফলে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ও বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ২ পুত্র ও ১কন্যার জনক ছিল। তার মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের
ছায়া নেমে আসে। ধরঞ্জী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী ও ইউপি সদস্য সফিকুল ইসলামকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।