ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ ২৬ অক্টোবর
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে এক মৎস্য চাষীর দুইটি পুকুরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে বলে ধারনা করা হচ্ছে। পুকুরে বিষ প্রয়োগের ফলে সব প্রজাতির মাছ নিধন হওয়ায় ওই মৎস্য চাষীর প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে রেজাউল ইসলামের দুইটি পুকুরে এঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী রেজাউল বলেন, প্রতিবেশী বেলাল হোসেনের নিকট থেকে ৩ বিঘা পরিমানের ২ টি পুকুর প্রতি বছর ৮০ হাজার টাকায় এক মাস পূর্বে লিজ নিয়েছি। মাছ চাষের জন্য পুকুরের আগাছা পরিস্কার, শ্রমিকের খরচ ও ১৬ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ক্রয় সহ তার প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়েছে। গত সপ্তাহে পুকুরে ছেড়ে দেওয়া রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, মিরর কার্প, বাটা ও সেলংপুটি সহ বিভিন্ন জাতের মাছের পোনাগুলো মরে পানির উপর ভেঁসে ওঠে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এবিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।