ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

ফার্মেসিতে ট্যাপেন্টা বিক্রি, ক্রেতা সেজে ধরল র‌্যাব
ফার্মেসিতে ওষুধের পাশাপাশি মাদক ট্যাপেন্টা বিক্রি করছিলেন সাইফুল ইসলাম (৫০)। ক্রেতা সেজে সেই ফার্মেসিতে ট্যাপেন্টা কিনতে গিয়েছিলেন র‌্যাবের এক সদস্য। ফার্মেসিতে গিয়ে দরদাম মিটিয়ে দোকানদার মাদক বের করতেই হাতেনাতে ধরা খেলেন সাইফুল। ভেস্তে যায় তার টাপেন্টা বিক্রি। গ্রেফতার করা হয় সাইফুলকে।

শুক্রবার (৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। ওই ফার্মেসি থেকে ৩৮০ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।
গ্রেফতার সাইফুল ইসলাম কালাই উপজেলার উদয়পুর কড়মকা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির সাংবাদিকে বলেন, ফার্মেসি থেকে আমদানি নিষিদ্ধ মাদক ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব মাদক উঠতিবয়সী তরুণদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ফারহানা আক্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন