ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাশেম ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশের পক্ষে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের এ্যাড. সামছুল আলম দুদু এর পক্ষে ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন ও সামছুল ইসলাম সুমন।
এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া সরকারি ও বেসরকারিভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।