ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট সদর উপজেলার শাহপুর এস.এস দাখিল মাদ্রাসা ও তেঘর বিশা দারুস সুন্নাত মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা ব্যায়ে এ দুটি মাদ্রাসার একতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
উদ্বোধন শেষে শাহপুর এস.এস দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর সভাপতিত্বে এসময় উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শাহাউদ্দৌলা, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু ও শাহপুর এস এস দাখিল মাদ্রাসার সুপার আইউব আলী বক্তব্য রাখেন। পরে দুপুর ১ টায় সংসদ সদস্য তেঘর বিশা দারুস সুন্নাত মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় মোহাম্মদাবদ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান সহ মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।