ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ

২১ আগষ্ট বরবরোচিত গ্রেনেড হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিহতদের স্মরণে জয়পুরহাটে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগঁা মাঠের সামনে দলীয় কার্যালয়ে এ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শামসুল আলম দুদু, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পি.পি, এ্যাডঃ মোমেন আহমেদ চৌধুরী জি.পি, গোলাম হাক্কানী, জাহিদুল আলম বেনু, বাবু শেখর মজুমদার, সদর উপজেলা আওয়ামীলগের সভাপতি গোলাম মস্তফা, পৌর আওয়ামীলীগের সভাপতি আজম আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিলন দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রেজা সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনায় সভায় ২০০৪ সালের ২১ আগষ্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখনোও জামায়াত বিএনপি ও জঙ্গি সংগঠন গুলো দেশে ব্যাপক উন্নয়ন বাধাগ্রস্ত করতে শেখ হাসিনার বিরুদ্ধে নানা সরযন্ত্রে লিপ্ত আছেন। তাই নেতাকমর্ীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে, বলেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *