ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকল বেসরকারি সংগঠনকে এগিয়ে এসে সম্মিলিত ভাবে কাজ করলেই করোনার বিস্তার রোধ করা সম্ভব। বেসরকারি সংগঠনের উদ্যোগে জয়পুরহাটে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা এসব কথা বলেন।

বিভিন্ন সংগঠনের মাঝে ২২ হাজার মাস্ক ও হতদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ও এনডিসি ফাউন্ডেশনের আয়োজনে শহরের খঞ্জনপুর এনডিসি কলেজ চত্বরে এসব বিতরণ করা হয়।

এসময় এনডিসি ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক দেওয়ান কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাক এর পরিচালক পঙ্কজ কুমার সরকার, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাম্মী আজিজ সাজ, জেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা নন্দলাল পার্শী, অনুষ্ঠানের সমন্বয়কারী সুজন কুমার মন্ডল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং খাদ্য গৃহীতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *