ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জয়পুরহাট থানা এলাকা হতে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ (২১মার্চ) একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থানাধীন ভাদশা এলাকা চক জয়কৃষ্ণপুর আসামীর বসত বাড়ী হতে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোছাঃ হাসি বেগম(৩৩), কে গ্রেফতার করে জয়পুরহাট জেলা ডিবি) পুলিশ৷
গ্রেফতারকৃত হাসি বেগুম চক জয়কৃষ্ণপুর গ্রামের মামুনুর রশিদের স্ত্রী৷
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।