ফারহানা আক্তার,,জয়পুরহাট প্রতিনিধিঃ
আজ (২৩ অক্টোবর) সকাল ১০ টায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সভা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য আব্দুর রহমান, দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড.সামছুল আলম দুদু, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দ্বিতীয় অধিবেশনে নেতারা সর্ব দিক বিবেচনা করে সভাপতি আনোয়ার হোসেন ও মোয়াজ্জেম হোসেনকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা দেন।