ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
ভাইকে দাওয়াত দিয়ে সময় মতো না খাওয়াতে পেরে স্বামীর সাথে ঝগড়া বিবাদের এক পর্যায় স্বামী রুবেল তার স্ত্রী খাতিজা (২২) এর উপর শারীরিক নির্যাতন করার অভিমান করে তিন দিন অনাহারে থাকার পর অবশেষে মঙ্গলবার সকাল ১০ টায় ওই গৃহবধু মৃত্যুর হয়েছে। গৃহবধুর এই মৃত্যু নিয়ে এলাকায় নানা গুণজন উঠেছে। ঘটনাটি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইর দিঘী গ্রামে ঘটেছে।
জানা গেছে, পাঁচবিবি উপজেলার চানপাড়া নয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে খাতিজার সাথে প্রায় ৬-৭ বছর পূর্বে ক্ষেতলাল উপজেলার রোয়াইর গ্রামের আলী আকবর এর ছেলে রুবেলের সাথে বিয়ে হয়। রুবেল কালাই উপজেলা সদরের এক টেইলার্সে দর্জি শ্রমিক হিসেবে কাজ করে। সে প্রতিদিন গভীর রাত করে বাড়ী ফেরার কারনে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এই নিয়ে উভয় পক্ষে অভিভাবকদের নিয়ে একাধিক বার শালিশ বৈঠকের পর রুবেলের চাচা হাসেমের বাড়ীতে গত দুই বছর যাবত স্বামী-স্ত্রী বসবাস করে।
সেখানে গত রোববার খাতিজার ভাই ভাবিকে দাওয়াত দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া বিবাদের এক পর্যায় খাতিজার ভাই ভাবির সামনে স্বামী রুবেল তার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালায়। এমন অপমান সইতে না পেরে অভিমান করে গত রোববার রাত থেকে একটানা অনাহারে থাকার পর অবশেষে খাতিজার মৃত্যু হয়। গৃহবধুর এই মৃত্যু নিয়ে এলাকায় নানা গুণজন উঠেছে।
ক্ষেতলাল থানা অফিসর ইনজর্চা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, গৃহবধুর স্বামী পলাতক রয়েছে। এই মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তে প্রেরণ করা হয়েছে। অভিযোগ ও তদন্ত রির্পোট আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।