ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
সবুজ বৃক্ষে ভরবে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট পৌর ছাত্রলীগের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান মুজিব আদর্শে বিশ্বাসীরা ৩টি করে গাছ লাগান এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জয়পুরহাট পৌর ছাত্রলীগ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্বরণে জয়পুরহাট পৌর ছাত্রলীগের উদ্যোগে জয়পুরহাট মহাবিদ্যালয়ে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপন করা হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, যুগ্ম সাধারন সম্পাদক রকিবুল ইসলাম রকি, জয়পুরহাট পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন সাগর, যুগ্ম সাধারন সম্পাদক কাওছার আহম্মেদ পিয়াস, সহ সভাপতি সোহানুর রহমান সোহান, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির হোসেন সহ ছাত্রলীগ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।