ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ-
খেলা হবে, কার সাথে খেলা হবে, আওয়ামীলীগ বলে বিএনপির দূর্নীতির সাথে খেলা হবে, বিএনপি বলে আওয়ামীলীগের দূর্নীতির সাথে খেলা হবে, আমরা কিন্তু ফাইনালে উঠে আছি , আপনারা আমাদের সাথে ফাইনাল খেলবেন। জয়পুরহাট সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টি সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন শনিবার সন্ধ্যায় পৌরসভার হল রুমে সম্মেলনে প্রধান অতিথির বক্তবে এসব মন্তব্য করেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা নুরুল ইসলাম তালুকদার এমপি। কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ন সাংগঠনিক সম্পাদক আসম মোক্তাদির তিতাস সহ জাতীয় পার্টির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দরা।
সম্মেলনে নেতাকর্মীর সর্মথনে সদর উপজেলা কমিটির সভাপতি লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং পৌর জাতীয় পার্টির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম রানা কে নিবার্চিত করা হয়।