ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা সংস্থা (ডিবির) একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পৌর শহর এ অভিযান পরিচালনা করা হয়।
গত বুধবার ১৫ ফেব্রুয়ারি বিকালে জয়পুরহাট জোলা পুলিশের, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ, শাহেদ আল মামুনের নেতৃত্বে এস আই নিঃ ফারুক ও এসআই নিঃ মিজাজানুর রহমান অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিক্তিতে জয়পুরহাট পৌর শহর অন্তর্গত আদর্শপাড়া গ্রাম হতে ২০ কেজি গাঁজাসহ আসামী ১ রানু শফি (৫৬) পিতা মৃতঃ মতিয়ার রহমান সাং আটুল শান্তিনগর, থানা ও জেলা জয়পুরহাটকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামি পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ব্যবসা করে আসছিল। আটক আসামি উদ্ধারকৃত গাঁজাসহ জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।
এ সংক্রান্তে জয়পুরহাট জেলার সদর থানায় একটি মাদক মামলা করা হয়েছে। জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান, জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবির) অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন।